বেশ কিছুদিন ধরেই নজরদারি চলছিল। অবশেষে পদক্ষেপ করল প্রশাসন। একটা দুটো নয়, প্রায় ৪ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিল চিন প্রশাসন। অভিযোগ, ওইসব সাইটে অশ্লীল বিষয় যাচ্ছে।
চিন প্রশাসন জানিয়েছে, এসব ওয়েবসাইট পর্নোগ্রাফিতে ভর্তি। তাই এসব সাইট বন্ধ করে দেওয়া হয়েছে. সমাজ সাফাই অভিযানের অঙ্গ হিসাবেই এই পদক্ষেপকে দেখছে তারা।
প্রসঙ্গত, এবছরেরই প্রথম দিকে চিন পর্নোগ্রাফিক ওয়েবসাইট হিসাবে পরিচিত সাইটগুলিকে বন্ধ করিয়ে দেয়। চিনে তা দেখানো বন্ধ করে তারা। যার সংখ্যা শুনলে চমকে উঠতে হয়। প্রায় ২২ হাজার পর্নোগ্রাফিক সাইট সে সময়ে চিনে বন্ধ হয়ে যায়।