স্কুলের সামনে রাস্তা। সেই রাস্তা দিয়ে লাইন করে স্কুলে আসছিল ছাত্ররা। এমন অনেক সময় হয়ে থাকে। ছাত্রদের লাইন দেখে গাড়ি দূরেই দাঁড়িয়ে পড়ে। কিন্তু এদিন তা হলনা। একটি গাড়ি ওই সময়ে দুরন্ত গতিতে এসে লেন পরিবর্তন করে আছড়ে পড়ল লাইন দিয়ে রাস্তা পার হওয়া ছাত্রদের ওপর। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত ৮ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চিনের হুলুদাও শহরে।
পরে গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। তবে সে নিয়ন্ত্রণ হারিয়ে এসে পড়ে, নাকি ইচ্ছাকৃতভাবেই ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা শুরু করেছেন তদন্তকারীরা। এদিকে ছাত্রদের এমন মর্মান্তিক পরিণতিতে স্কুল ও অভিভাবক তো বটেই, এলাকা জুড়েও শোকের ছায়া নেমে এসেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)