যোগব্যায়াম কথাটা ছোটবেলা থেকেই শোনা। ভারতীয় সংস্কৃতিতে যোগা-র একটা আলাদা জায়গা আছে চিরকাল। এমনকি যোগার গুণ বুঝে এখন সারা বিশ্বই যোগচর্চায় ভারতকে অনুসরণ করছে। সেই তালিকায় এবার বড় জায়গা পেতে চলেছে চিন। আরও ভাল ও সুস্থ জীবনের জন্য যোগচর্চায় মন বসেছে চিনের মানুষের। ২০০৫ সালে চিনের ইউনান প্রদেশে তৈরি হয়েছিল চায়না-ইন্ডিয়া যোগা কলেজ। দিল্লি-বেজিং সাংস্কৃতিক আদান প্রদানকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন কিন্তু চিনে যোগ চর্চার তেমন রেওয়াজ ছিলনা।
ক্রমশ চিনের মানুষ কিন্তু যোগার গুণ সম্বন্ধে অবহিত হচ্ছেন। প্রতিদিনই বাড়ছে ভারতীয় যোগচর্চার চাহিদা। সেকথা মাথায় রেখে গত শনিবার চায়না-ইন্ডিয়া যোগা কলেজ তাদের প্রথম শাখা খুলল লিজিয়াং শহরে। বর্তমানে চিনের মানুষের মধ্যে যোগ চর্চা নিয়ে উন্মাদনাকে মাথায় রেখে চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই যোগচর্চাকে চিন জুড়ে ছড়িয়ে দিতে চাইছে চায়না-ইন্ডিয়া যোগা কলেজ। সেই উদ্যোগও শুরু হয়েছে জোরকদমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা