
বাস হাইজ্যাক করে শেষ পর্যন্ত কার্যসিদ্ধি অধরাই থেকে গেল এক দুষ্কৃতির। বরং কোতোয়ালিতে তার আঁশ ছাড়াচ্ছেন পুলিশকর্মীরা। একে তো বাস হাইজ্যাক, তার ওপর তার এই কুকীর্তির জেরে প্রাণ গেল ৫ জনের। ফলে আইনের হাত থেকে রেহাই পাওয়ার প্রশ্নই নেই। মঙ্গলবার বড়দিনের সকালে চিনের ফুজিয়ান প্রদেশের লোজ্ঞান শহরের একটি যাত্রীবোঝাই বাস হাইজ্যাক করে ওই দুষ্কৃতি। বাসটি নিয়ে পালানোর সময় বাসটি রাস্তার ধারের ফুটপাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়। ২১ জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে ওই দুষ্কৃতিকে পাকড়াও করতে সমর্থ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)