চিনে টয়লেট পেপার চুরি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাধ্য হয়ে চোর ধরার কল খুঁজতে হয়েছে প্রশাসনকে। তুচ্ছ জিনিস। কিন্তু তাও ছাড়ছে না কেউ। মুহুর্তে হাপিস হয়ে যাচ্ছে চিনের বেশ কিছু জায়গার পাবলিক টয়লেটের টয়লেট পেপার। টয়লেট পেপারের যোগান দিতে হিমসিম খাচ্ছে প্রশাসন। এই দেদার টয়লেট পেপার চুরি রুখতে তাই নয়া বন্দোবস্ত করেছে প্রশাসনও।
পাবলিক টয়লেটে থাকবে ফেস স্ক্যানার। তার সামনে কেউ দাঁড়ালে প্রয়োজনীয় পরিমাপে টয়লেট পেপার বার হয়ে আসবে। কিন্তু একবার সেই পেপার সংগ্রহ করার পর ৯ মিনিটের আগে যদি কেউ ফের স্ক্যানারের সামনে দাঁড়ান তবে স্ক্যানার আর তাঁকে পেপার দেবেনা। কারণ ফেস স্ক্যানার দিয়ে মেশিন বুঝে যাবে যে ওই ব্যক্তিকে ৯ মিনিটের মধ্যে সে টয়লেট পেপার দিয়েছে। ফলে আর দেওয়ার প্রশ্নই নেই। পেতে গেলে কম করে ৯ মিনিট অপেক্ষা করে থাকতেই হবে তাঁকে। ঘনঘন কে টয়লেট পেপার নিচ্ছে তাও জানিয়ে দিতে সক্ষম এই ফেস স্ক্যানার মেশিন।