কিন্ডারগার্ডেন স্কুলের পড়ুয়া। একেবারেই শিশু। আর শিশু মানেই মিষ্টি জাতীয় খাবারের দিকে বিশেষ টান। আইসক্রিম, চকোলেট, লজেন্স। তেমনই একটি যব থেকে তৈরি মণ্ড তাদের মধ্যে বিলি করে এক শিক্ষক। পড়ুয়াদের অন্যতম প্রিয় খাবার। তাই তারা জানে ওই মণ্ড খেতে মিষ্টি। কিন্তু ওদিন তাদের স্বাদটা মিষ্টির বদলে নোনতা লাগে। আর তা খাওয়ার পরই শুরু হয় বমি। অনেকেই অচেতন হয়ে পড়ে। এই অবস্থায় দিশেহারা হয়ে স্কুল থেকে প্রতিটি শিশুর অভিভাবককে ফোন করে স্কুলে ডাকা হয়।
প্রায় সব অভিভাবকই তখনই ছুটে আসেন স্কুলে। কেউ দেখেন তাঁর বাচ্চা বমি করে চলেছে। কেউ দেখেন বমি করে ফ্যাকাসে মুখে ঝিমচ্ছে সন্তান। কেউ দেখেন সন্তান অচেতন। দ্রুত সব বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় নাইট্রাইট জাতীয় কিছু ওই মণ্ডে মিশিয়ে দেওয়া হয়েছিল। তারজন্যই সব বাচ্চার স্বাদটা নোনতা লাগে। ঘটনাটি ঘটেছে চিনের হেনান প্রদেশের জিয়াওজু শহরে।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে স্কুলেরই এক শিক্ষক একাজ করেছে। তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কেন সে শিশুদের এভাবে বিষাক্ত পদার্থ দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে সবকিছুর মধ্যে স্বস্তির খবর একটাই। কোনও শিশুরই এই ঘটনায় মৃত্যু হয়নি। তবে অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা