বিশ্বের ফাস্ট ফুড জায়েন্টদের মধ্যে অন্যতম নাম ম্যাকডোনাল্ডস। আমজনতা যাকে ছোট করে বলেন ম্যাকডি। সেই ম্যাকডি-র চিকেন উইং-এর নাম ম্যাকউইং। এই ম্যাকউইং-এ এবার মিলল মুরগির পালক। অন্তত তেমনই দাবি করেছেন এক কিশোরীর মা।
দাবিটা যে নেহাত ভুল নয়, তা ম্যাকডি-র পদক্ষেপ থেকে পরিস্কারও। কারণ অভিযোগ পাওয়ার পর ওই মহিলাকে ক্ষতিপূরণ দিতে চায় সংস্থা। সে ক্ষতিপূরণ অবশ্য গ্রহণ করেননি ওই মহিলা। পরে ওই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেয় সংস্থা। কীভাবে এমন কাণ্ড ঘটল তা জানতে সংস্থার তরফে তদন্তও শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে চিনে। বেজিং শহরের একটি ম্যাকডি থেকে ম্যাকউইং কেনে ওই কিশোরী। ৩টে সাবাড়ও করে দেয়। তারপর ৪ নম্বর উইংটি খেতে গিয়েই তার মুখে কিছু একটা লাগে। কিশোরী দেখে তার চিকেন উইংয়ের মধ্যে রয়েছে মুরগির পালক। গা গুলিয়ে ওঠে তার। মেয়ের এমন অবস্থা দেখে মা আর স্থির থাকতে পারেননি। সোজা গিয়ে ম্যাকডি-তে অভিযোগ করেন। সংস্থার খাবারের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ওই মহিলা এমন দাবি করার পর ম্যাকডি এই ঘটনার জন্য তাঁকে ক্ষতিপূরণ দিতে চায়। কিন্তু তিনি তা নেননি। গত ২১ এপ্রিল ঘটনাটি ঘটে। গত ২৩ এপ্রিল সংস্থার তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়। ম্যাকডি ফুড চেন সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ভারতেও প্রচুর ম্যাকডি রয়েছে। তাদের খাবার নিয়ে প্রশ্ন উঠলে কিন্তু সংস্থার সুখ্যাতির ওপর প্রভাব ফেলবে। তাই হয়ত গোটা ঘটনা তদন্ত করে দেখছে ম্যাকডি কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা