মালবাহী জাহাজে গ্যাস লিক করে মৃত্যু হল ৮ জনের। কার্বন ডাই অক্সাইড গ্যাস লিক করার ফলেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাহাজটি বন্দরে দাঁড়িয়েই ছিল। সেই সময় গ্যাস লিক করে। কেন গ্যাস এভাবে লিক করল তা তদন্ত সাপেক্ষ। তার তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব চিনের সানদং প্রদেশের রংচেং শহরে। এখানেই নোঙর করা ছিল ফিজির মালবাহী জাহাজটি। সেখানেই ঘটে দুর্ঘটনা। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। গ্যাস লিকের খবরে বন্দর জুড়েই আতঙ্ক ছড়ায়।
লংগিয়ান বন্দর এখানকার অন্যতম ব্যস্ত বন্দর। সারাদিনে অনেক মালবাহী জাহাজ এই বন্দরে হাজির হয়। মাল তোলা হয়। অথবা মাল নামানো হয়। ফলে বন্দরে জাহাজের কর্মী থেকে মাল তোলা নামানোর জন্য লোকজনের ভিড় লেগেই থাকে। সেখানে এমন একটা ঘটনায় আরও মৃত্যু হতে পারত বলেই মনে করছেন ওখানে কর্মরত মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা