চিড়িয়াখানা মুনাফার মুখ দেখাতে পারছে না। তাই চেয়েছিলেন চিড়িয়াখানায় জন্তু এক এক করে বিক্রি করে দিতে। যদিও তাঁর সেই প্রস্তাবে রাজি হননি চিড়িয়াখানার অন্যান্য অংশীদাররা। তাতেই রেগে এক চরম অমানবিক আচরণের নজির গড়লেন চিনের চাংঝু-র চিড়িয়াখানার এক অংশীদার। বেশ কয়েকজন চিড়িয়াখানার কর্মীকে দিয়ে সেখানকার একটি গাধাকে জোর করে ঠেলে ফেলিয়ে দিলেন বাঘের জন্য ঘেরা জায়গার পরিখায়। বেশ জানতেন গাধাটি ওই জলে পড়লেই সাক্ষাৎ মৃত্যুর মত বাঘেরা সেটিকে ছেঁড়ে খাবে। গাধার জলে পড়া এবং তারপর বাঘের আক্রমণের পরে অসহায়ভাবে তার বাঁচার শেষ চেষ্টার সেই ভিডিও এখন ভাইরাল। রীতিমত অস্বস্তিকর এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে অসহায় গাধাটাকে তাদের পাশবিক প্রবৃত্তি দিয়ে কামড় বসাচ্ছে বাঘেরা। বাঘদের দিক থেকে এটা কোনও অন্যায় নয়। এভাবেই চলছে ইকো সিস্টেম। কিন্তু চিড়িয়াখানার একটি জীবকে বাঘের খাঁচায় ফেলে এভাবে হত্যা করাকে ভাল চোখে নিচ্ছেন না কেউই। ফলে গাধার পর চিড়িয়াখানার একটি ভেড়াকেও ফেলার চেষ্টা করেছিলেন ওই অংশীদার কিন্তু দর্শকরাই সেই চেষ্টা রুখে দেন। চিড়িয়াখানার পশুদের বেচতে না পেরে রাগে ওই অংশীদার চাইছেন এক এক করে চিড়িয়াখানার পশুদের এভাবেই বাঘ বা হিংস্র পশুদের খাঁচায় ফেলে শেষ করে দিতে।