প্রবল বৃষ্টি থামার নাম নিচ্ছে না। ফলে ক্রমশ বাড়ছে জল। অনেক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় জল বইছে উদ্দাম গতিতে। তার সামনে যা পরছে তা ধুয়ে মুছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অবস্থা ক্রমশ জটিল আকার নিচ্ছে। প্রশাসনের তরফে অবস্থার ওপর কড়া নজর রাখা হয়েছে। চলছে উদ্ধারকাজ। প্রবল বর্ষণে মোট ১৬ জন প্রাণ হারিয়েছেন। জলের তোড়ে ভেসে গিয়েছেন ১২ জন। তাঁদের এখনও কোনও খোঁজ নেই।
চিনের গুয়াংজি ঝিয়াং স্বশাসিত এলাকা ও গুয়াংদং প্রদেশ টানা বৃষ্টির জেরে সবচেয়ে প্রভাবিত হয়েছে। গুয়াংজি ঝিয়াং স্বশাসিত এলাকায় বৃষ্টির জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। সাড়ে ৩ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। ১৭ হাজার মানুষকে ইতিমধ্যেই সুরক্ষিত জায়গায় তুলে নিয়ে গেছেন উদ্ধারকারীরা। ১ হাজার ৩০০ বাড়ি জোলের তোড়ে ভেসে গেছে। ভেসে গেছে বহু গবাদি পশু। ভেসে গেছে হেক্টরের পর হেক্টর চাষ জমি।
একই পরিস্থিতি গুয়াংদং প্রদেশের। সেখানেও বৃষ্টি জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এখানে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখানেও বহু বাড়ি ধ্বংস হয়েছে। রাস্তা অনেক জায়গায় হারিয়ে গেছে জলের তোড়ে। চিনের এই টানা বৃষ্টির জেরে ৩২টি কাউন্টি প্রভাবিত হয়েছে। তারমধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে পরিস্থিতি নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অর্থাৎ আরও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা