বিকেলের আলোয় জাহাজটা এগিয়ে চলেছিল গন্তব্যের দিকে। কিন্তু সমুদ্র যে কোনও সময় নিজের রূপ বদলাতে পারে। স্থানীয় সময় তখন সন্ধ্যা প্রায় ৬টা। সে সময় প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে সমুদ্রে। ঝড়ের গতি ছিল সেকেন্ডে ৫০ মিটার। প্রবল গতিতে বইতে থাকা ঝড়ের ধাক্কায় প্রথমে দুলতে শুরু করে জাহাজটি। দীর্ঘক্ষণ ঝড়ের থেকে জাহাজটিকে বাঁচানোর লড়াই চালিয়ে যান নাবিকরা। কিন্তু ওই প্রবল ঝড়ে দুলতে থাকা জাহাজটির শেষ রক্ষা সম্ভব হয়নি। প্রবল ঝড়ে উত্তাল সমুদ্রে উল্টে যায় জাহাজটি।
জাহাজটিতে তখন সাকুল্যে ৯ জন ছিলেন। ডুবতে থাকা জাহাজের সেই নাবিকরা জলে ভাসতে থাকেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার। রাতেই সেখানে উদ্ধারকারী জাহাজ পৌঁছয়। শুরু হয় জাহাজে থাকা নাবিকদের খোঁজ। উত্তাল সমুদ্র থেকে ৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু এখনও ২ জনের খোঁজ নেই। উদ্ধারকাজ জারি রয়েছে। সমুদ্রে ডুবুরি নামিয়ে চলছে খোঁজ।
ঘটনাটি ঘটেছে চিনের সানদং প্রদেশ সংলগ্ন সমুদ্রে। এখানকার বন্দর শহর রিজাও-এর কাছে সমুদ্রে ডুবে যায় জাহাজটি। জাহাজটি হেবেই প্রদেশ থেকে আসছিল। খুব বড় জাহাজ ছিলনা। ফলে ওই প্রবল হাওয়ার দাপট সামলে উঠতে পারেনি সেটি। এখন উদ্ধারকারীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ২ জন নিখোঁজ নাবিককে খুঁজে বার করা। সমুদ্রের কোথায় যে তাঁরা হারিয়ে গেছেন তা বুঝে উঠতে পারছেন না উদ্ধারকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা