গত বছরের ডিসেম্বর মাসে যখন সারা বিশ্বের একটা বড় অংশের মানুষ কোভিড-১৯ কি তাই জানতেন না, তখন চিনের যে শহরে তা প্রথম ছড়াতে শুরু করে তার নাম উহান। উহান শহরেই হুহু করে বাড়তে থাকে এই করোনা সংক্রমণ। তারপর এক এক করে চিনের শহরগুলোকে কাবু করতে থাকে। এখান থেকে চিনের সীমা পার করে করোনা পৌঁছে যায় দক্ষিণ কোরিয়া, ইরানের মত দেশগুলোতে। তারপর তা আরও ছড়াতে থাকে, যার পরিণাম এখন চোখের সামনে। কিন্তু যে শহরে প্রথম এই করোনা তার তাণ্ডব শুরু করল সেই উহান শহরে গত ৫ দিনে কোনও করোনার শিকারের খোঁজ নেই।
উহান শহরে শেষ করোনা সংক্রমিতের খোঁজ মেলে ৫ দিন আগে। তারপরই খবর সামনে আসে যে করোনা সংক্রমিতের খোঁজ নেই উহানে। সেই পরিস্থিতি টানা ৫ দিন বজায় রেখে চিন কিন্তু করোনার সঙ্গে লড়াইয়ে জয়ের সূত্রপাত ঘটিয়ে দিল। চিনে মৃত্যু মিছিলও কিন্তু এক জায়গায় গিয়ে অনেকটাই থমকে গেছে। চিনে যখন করোনা আক্রান্ত হুহু করে বাড়ছে তখন ইতালিতে করোনা সম্বন্ধে পরিস্কার ধারণাই ছিলনা। সেই ইতালিতে এখন মৃতের সংখ্যা চিনকে ছাড়িয়ে গেছে।
যদিও ৫ দিনে উহানে কোনও করোনার শিকার নেই মানেই এই নয় যে বিপদ কেটে গেছে। একথা জানিয়েছেন চিনের ন্যাশনাল হেলথ কমিশন-এর এক আধিকারিক মি ফেং। এদিকে হুবেই প্রদেশেই করোনা এখন অনেকটা নিয়ন্ত্রিত। চিনে এখনও করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের। ৮১ হাজার ৪৫৪ জন করোনা সংক্রমণ নিয়ে জীবনের সঙ্গে লড়াই করছেন। অন্যদিকে ইতালিতে এখনও করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৪৭৬ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা