চিনে খুলে গেল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল
সুদীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চিনে খুলে গেল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। তবে শর্ত সাপেক্ষেই খুলেছে স্কুলগুলি।
চিনেই প্রথম ছড়ায় করোনা ভাইরাস। সেখানেই শুরু। তারপর চিন থেকে ক্রমশ তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। চিনের লুনার নিউ ইয়ারের ছুটির দিন থেকেই সেখানকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলি বন্ধ হয়েছিল। তারপর থেকে সেগুলি বন্ধই ছিল। অবশেষে শর্ত সাপেক্ষে সেগুলি খুলে গেল সোমবার থেকে। ছাত্রছাত্রীরা স্কুলে গেল। ক্লাস করল।
ক্লাস শুরু হলেও সোমবার থেকে কেবল সেইসব ক্লাস চালু হয়েছে যেসব ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা দিয়ে উঁচু ক্লাসে যেতে হবে অথবা যাদের পরীক্ষা দিয়ে কলেজে সুযোগ পাওয়ার বিষয় রয়েছে। সবরকম সুরক্ষা বন্দোবস্তের দিকে নজর রেখেই এই ক্লাস শুরু হয়েছে। সেইসঙ্গে এতদিন স্কুল বন্ধ থাকা, করোনার উদ্বেগ, স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে থাকা ছাত্রছাত্রীদের মনে যদি কোনও চাপ ফেলে থাকে তা নির্মূল করতে তাদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের বন্দোবস্তও করেছে স্কুলগুলি।
যেসব ছাত্রছাত্রী এদিন ক্লাসে ফিরেছে তাদের অধিকাংশই কলেজে ভর্তির পরীক্ষা দেবে জুলাইতে। এদিকে স্কুল খুললেও চিনের সেন্ট্রাল ডিসট্রিক্টয়ের কোনও স্কুল খোলেনি। কারণ সেখানে কদিন আগেই ফের একটি ছোটখাটো আকারে করোনা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। তারপরই প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয় সেখানে কোনও স্কুল সোমবার খুলবে না। এদিকে যেখান থেকে চিনে করোনা শুরু সেই উহান শহরের কোভিড হাসপাতাল গত সপ্তাহেই করোনা রোগী মুক্ত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা