এক ব্যক্তির চোখ থেকে বেরোল ২০টি পোকা
চোখের মধ্যে দিব্যি খেলা করে বেড়াচ্ছিল পোকারা। বাড়ছিল সংখ্যায়। যা দেখে হতবাক চিকিৎসকেরা। ২০টি পোকা বার করা হয়েছে চোখ থেকে।
কয়েক মাস আগে চোখটা একটু জ্বালা জ্বালা করেছিল। তখন বিশেষ গুরুত্ব দেননি তিনি। অনেক সময় অতিরিক্ত পরিশ্রমের পর ক্লান্তি থেকে চোখ কড় কড় করে। ঘুম ঘুম পায়। কিন্তু চোখের অস্বস্তিটা বাড়তেই থাকে।
একটা সময় চোখে যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়। শুরু হয় নানা পরীক্ষা। এভাবে পরীক্ষা করতে গিয়ে চিকিৎসক অবাক হয়ে যান।
চোখের পাতার তলায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু পোকা। চিকিৎসকেরা জানিয়েছেন এই পোকার নাম নেমাটোডস। যা একধরনের কৃমি ও সাধারণত মানুষের চোখে হয়না।
তাহলে কাদের চোখে হয়? চিকিৎসকেরা জানাচ্ছেন এই নেমাটোডস কুকুর, বিড়াল বা অন্য কিছু প্রাণির চোখে দেখতে পাওয়া যায়। তাদের চোখের কোলের নিচের দিকে বা অশ্রুনালীতে এই কৃমি বংশ বিস্তার করে।
কিন্তু মানুষের চোখে এমন পোকা দেখা যায়না। এদিকে চিকিৎসক দেখেন অনেকগুলি পোকা তৈরি হয়েছে ওই ব্যক্তির চোখে। দ্রুত ব্যবস্থা নেন তিনি। স্থির করেন অস্ত্রোপচার করা হবে।
অস্ত্রোপচার সফল হয়। তবে এক এক করে পোকাগুলিকে চোখের পাতার তলা থেকে বার করে আনতে রীতিমত বেগ পেতে হয় চিকিৎসককে।
এক এক করে ২০টি পোকা বার করে আনা হয়। এগুলি ক্রমশ চোখে বংশ বৃদ্ধি করছিল। ফলে আরও দেরি হলে তা আরও বেশি সংখ্যায় ছড়িয়ে পড়তে পারত।
ঘটনাটি ঘটেছে চিনের সুজোউ শহরে। এখানেই ওয়ান নামে এক ৬০ বছরের বৃদ্ধের চোখ থেকে এই কৃমি বার করে হয়েছে। কিন্তু কীভাবে তাঁর চোখে এই পোকা এল?
ওই ব্যক্তি জানিয়েছেন তিনি কোনও প্রাণির সংস্পর্শে আসেননি। তবু তাঁর এমন হল কীভাবে তা তিনি বুঝতে পারছেন না। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
এটাও দেখার চেষ্টা চলছে যে ফের তাঁর চোখে এমন কৃমির প্রাদুর্ভাব দেখা যায় কিনা। তবে শরীরের মধ্যে পোকা বেড়ে ওঠা নতুন নয়। এর আগেও অনেকের দেহের নানা অংশে পোকার বাড়বাড়ন্ত দেখা গেছে।