ডাইনোসরের ডিমের মধ্যে পূর্ণ শিশু, জীবাশ্মের খোঁজ বদলে দিল অনেক ধারনা
একটি ডাইনোসরের ডিমের খোঁজ পেলেন গবেষকেরা। যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ডিমটির মধ্যে রয়েছে একটি আস্ত ডাইনোসর। যা শুধু ফুটে বার হওয়ার অপেক্ষায় ছিল।
ডাইনোসরের জীবাশ্মের খোঁজ আগেও মিলেছে। কিন্তু একটি ডিমের মধ্যে পূর্ণ চেহারা নেওয়া ডাইনোসর, যার ফুটে বার হওয়া কেবল বাকি ছিল, এমনটা এর আগে পাওয়া যায়নি। ফলে সেদিক থেকে এ আবিষ্কার তার নিজের জায়গায় অনন্য।
চিনে আন্তর্জাতিক গবেষকদের একটি দল খননকার্য চালানোর সময় একটি ডাইনোসরের পূর্ণ আকৃতির ডিমের জীবাশ্ম পায়। যার মধ্যে একটি পূর্ণ চেহারার ডাইনোসর ছিল। বিজ্ঞানীদের দাবি সেটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল। কেবল ফুটে বার হওয়া বাকি ছিল।
৬৬ মিলিয়ন বছর আগে সেই ডিমটি ফুটে ডাইনোসরের শিশুর পৃথিবীর আলো দেখার আগেই কোনও কারণে সেটি মাটিতে চাপা পড়ে যায়। ফলে ডিম থেকে আর বার হওয়া হয়নি ডাইনোসরটির।
ডিমটি ১৭ সেন্টিমিটার লম্বা। আর তার মধ্যে যে পূর্ণ আকৃতির ডাইনোসর শিশুটি পাওয়া গেছে সেটি কুঁকড়ে ছিল। সেটিকে সোজা করলে সেটির দৈর্ঘ্য হত ২৭ সেন্টিমিটার।
এই আবিষ্কার কার্যত অনেক ধারনা বদলে দিয়েছে। গুয়াংঝু এলাকায় পাওয়া যাওয়া এই ডাইনোসরটির নাম রাখা হয়েছে ইংলিয়াং বেই বেই। যার মানে হল শিশু ইংলিয়াং।
এটি দেখে বিজ্ঞানীরা মনে করছেন ডাইনোসর প্রজাতির মধ্যে এটি আদপে উড়তে পারে এমন একটি জীব ছিল। এই ধরনের ডাইনোসর থেকেই আধুনিক বিভিন্ন পাখির জন্ম বলে মনে করছেন গবেষকেরা। এমন একটি ডিমের ফসিল আগামী দিনে তাঁদের গবেষণায় নানা সাহায্য করবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।