অপহরণ তত্ত্ব উড়িয়ে, হারিয়ে যাওয়া কিশোরের তকমা দিচ্ছে চিন
তারা অরুণাচল প্রদেশের এক কিশোরেরে খোঁজ পেয়েছে। তবে সে হারিয়ে গিয়েছিল। সীমানা পার করে ঢুকে পড়েছিল চিনের ভূখণ্ডে। এমনই দাবি করল চিনা সেনা।
চিন বলছে তারা এক কিশোরের খোঁজ পেয়েছে। অরুণাচল প্রদেশে ভারত চিন সীমানা পার করে সে চিনা ভূখণ্ডে প্রবেশ করে গিয়েছিল। হারিয়ে যাওয়া অবস্থায় তার খোঁজ পায় চিনা সেনা। তাকে উদ্ধার করেছে।
প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সেরে নিয়ম মেনে তাকে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে তারা। এই কিশোর যদি সত্যিই কদিন আগে চিনা সেনার হাতে অপহৃত কিশোর হয় তাহলে চিন তাদের কুকর্ম চাপা দেওয়ার চেষ্টা করছে বলেই মনে করছেন অরুণাচলের ছেলে মিরাম তারোনের পরিচিতরা।
অন্যদিকে ভারতীয় সেনা এখনও নিশ্চিত নয় যে যে হারিয়ে যাওয়া কিশোরের কথা চিন বলছে সেই মিরাম তারোন কিনা? কারণ মিরামকে অপহরণ করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে।
২০১৮ সালে অরুণাচল প্রদেশের উত্তর সিয়াং প্রদেশে লুকিয়ে একটি ৩-৪ কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলেছিল চিন। সেই অঞ্চল থেকে মিরাম তারোন নামে এক ভারতীয় কিশোরকে তুলে নিয়ে যায় চিনা সেনা।
ওই কিশোরের সঙ্গে তার বন্ধুও ছিল। ২ জনকেই তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে চিনা সেনা। ওই বন্ধু কোনওক্রমে চিনা সেনার হাত ছাড়িয়ে পালাতে সক্ষম হলেও মিরামকে তুলে নিয়ে যায় চিনা সেনা।
পুরো বিষয়টি মিরামের বন্ধু এসে সকলকে জানায়। বিষয়টি জানতে পারেন স্থানীয় সাংসদ তাপির গাও। তিনিই বিষয়টি গত বৃহস্পতিবার প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়ায় তিনি চিনা সেনার এই অপকীর্তির কথা জানান।
তারপর ভারতীয় সেনার তরফেও চিনা সেনাকে জানানো হয় যাতে তারা ওই কিশোরকে ফিরিয়ে দেয়। এখন চিনা সেনা হারিয়ে যাওয়া কিশোরের তত্ত্ব সামনে এনে অপহরণের অভিযোগ ওড়াতে চাইছে বলেই মনে করছেন অনেকে। যদিও হারিয়ে যাওয়া তত্ত্ব মানছেন না ভারতের মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা