গত শুক্রবার তিব্বতের জিগাজি সিটি থেকে নেপাল সীমান্তের ঝাঙ্গমু পর্যন্ত একটি সড়কপথের উদ্বোধন করল চিন। আপাতত ৪০ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা আমজনতার জন্য খুলে দেওয়া হলেও রাস্তাটা আগামী দিনে চিন সামরিক কাজেও ব্যবহার করতে পারে।
সেখানেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। কারণ বিশেষজ্ঞেরা মেনে নিচ্ছেন এই সড়ক নির্মাণ করে দক্ষিণ এশিয়ায় বেশ কিছুটা প্রবেশের পথ খুলে ফেলল চিন। আপাতত যে রুটে সড়কপথ নির্মাণ করেছে, সেই রুটে রেলপথের কথাও ভাবছে বেজিং। সবকিছুই কিন্তু কিছুটা হলেও ভারতকে চিন্তায় রাখছে। অন্তত তেমনই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞেরা।