টাকা লাগবেনা, তরমুজ বা রসুনের বিনিময়েও মিলবে নতুন বাড়ি
টাকা দিয়ে বাড়ি তো সকলেই কেনেন। সেটাই প্রচলিত রীতি। ডাউন পেমেন্টের জন্য স্থির করা টাকা দিনে নতুন বাড়ি মেলে। তা বলে তরমুজ বা রসুন দিয়ে বাড়ি, অফার এমনই।
টাকা না থাকলে কি নতুন বাড়ির শখ পূর্ণ হবে না? না এমনটা নয়। অন্তত কয়েকজন প্রপার্টি বিল্ডার তা মানছেন না। তাঁরা তরমুজ, রসুন এমনকি পিচ ফলের বিনিময়েও নতুন বাড়ির চাবি হাতে তুলে দিচ্ছেন।
এই অফারটা দেখার পর অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু পরে তাঁরা বুঝতে পারেন এটা সত্যি। এমনই অফার করা হচ্ছে প্রপার্টি বিল্ডারদের তরফে।
শর্ত একটাই। ডাউন পেমেন্ট হিসাবে যে দাম পড়ছে নতুন বাড়ির, সেই অর্থের তরমুজ বা পিচ বা রসুন তাঁদের হাতে তুলে দিতে হবে।
এক্ষেত্রে কৃষিজীবীদের বাড়ি কেনা সহজ হয়েছে। তাঁরা উৎপাদিত ফসল দিয়ে তার বিনিময়ে নিজের নতুন বাড়ির শখ মেটাতে পারছেন অনায়াসে।
চিনে বাড়ি বিক্রি তলানিতে এসে ঠেকেছে। গত ১১ মাসে প্রপার্টি বিল্ডাররা কার্যত মাছি তাড়াচ্ছেন। এক বড় সংস্থা ব্যাঙ্কের টাকা পর্যন্ত সময়ে মেটাতে পারেননি।
এই অবস্থায় গত সপ্তাহেই বাড়ি বিক্রি করতে এই নয়া পদ্ধতিকে হাতিয়ার করার চেষ্টা করেছেন কয়েকজন প্রপার্টি বিল্ডার। যদিও সোশ্যাল মাধ্যমে দেওয়া এমন বিজ্ঞাপন তাঁদের তুলে নিতে বলা হয়েছে। এভাবে বাড়ি বেচা যাবেনা বলেই তাঁদের জানানো হয়েছে।
এদিকে তার আগেই ৩০টি বাড়ি তো শুধু রসুনের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এছাড়া তরমুজ, পিচ ফল তো আছেই। অফার আপাতত বন্ধ করা হলেও এই অফার নিয়ে কিন্তু চিন জুড়ে এখনও চর্চা থেমে নেই। অনেকে চাইছেন এমন অফারেই বাড়ি কেনার সুবিধা বজায় থাকলে ভাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা