২০ বছর ধরে পেটে ডিম্বাশয়, জরায়ু নিয়ে জীবন কাটালেন যুবক, হত ঋতুস্রাবও
২০ বছর কম কথা নয়। ২০ বছর ধরে তিনি ডিম্বাশয় নিয়ে জীবন কাটাচ্ছেন। পেটে অস্বস্তি হয়েছে ঠিকই। কিন্তু বুঝে উঠতে পারেননি কারণ।
এখন তাঁর বয়স ৩৩ বছর। বিগত ২০ বছর ধরে তিনি কিন্তু এক বিরল সমস্যার শিকার। তাঁর পেটে রয়েছে ডিম্বাশয়। শুধু ডিম্বাশয় নয়, রয়েছে জরায়ু।
এই ডিম্বাশয় বা জরায়ু কেবল মহিলাদের দেহেই থাকতে পারে। কোনও পুরুষের দেহে নয়। কিন্তু তাঁর শরীরে এগুলি রয়েছে। পেটে এর জন্য অস্বস্তি একটা ছিল। সমস্যা হত মূত্রত্যাগেও।
পেটে যন্ত্রণাও হয়েছে অনেক সময়। কিন্তু তার কারণ যে এটা তা তিনি ঠাওর করতে পারেননি। সমস্যা আরও বাড়ে যখন তিনি মাঝে মাঝেই মূত্রের সঙ্গে রক্ত দেখতে পান।
তবে কি তিনি কোনও কঠিন অসুখে পড়েছেন? মূত্রের সঙ্গে রক্ত আসবে কেন? এসব চিন্তা নিয়েই তিনি শুরু করেন চিকিৎসকের সঙ্গে কথা।
শুরু হয় নানা ভাবে তাঁর পরীক্ষা। কেন এমনটা হচ্ছে তা চিকিৎসকেরাও বুঝে উঠতে পারছিলেননা। অবশেষে তাঁরা নানা পরীক্ষার পর বুঝতে পারেন চেন লি-র পেটে রয়েছে ডিম্বাশয় ও জরায়ু।
আর যে রক্ত তিনি মাঝেমধ্যেই মূত্রের সঙ্গে দেখতে পান তা আসলে ঋতুস্রাব। যা মহিলাদের প্রতি মাসের স্বাভাবিক এক শরীরবৃত্তীয় ক্রিয়া।
কিন্তু একজন পুরুষের ঋতুস্রাব অবশ্যই চিকিৎসকদেরও হতবাক করেছে। চিনের গুয়াংঝোউ শহরের একটি হাসপাতালে লি-র শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে স্ত্রী অঙ্গ বাদ দেওয়াও হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন বিরল হলেও পুরুষের দেহে নারী অঙ্গের উপস্থিতি অসম্ভব নয়।
এদিকে তাঁর শরীরে স্ত্রী অঙ্গ বর্তমান বা তাঁর ঋতুস্রাব হয় শোনার পর মানসিকভাবে বিপর্যস্ত লি এখন অস্ত্রোপচারের পর ভাল আছেন।