
উত্তর ও মধ্য চিনে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। ইতিমধ্যেই বন্যায় ২০০ জনের মৃত্যু হয়েছে। ৫৩ হাজার বাড়ি বন্যার জলে ধুয়ে গেছে। হেবেই ও হেনান প্রদেশের অবস্থা সবচেয়ে শোচনীয়। হড়কা বান ও ধসে ২ প্রদেশে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে বা বন্যার জলের প্রবল স্রোতে ভেসে গিয়ে বহু মানুষের খোঁজ নেই। বহু মানুষকে উদ্ধার করে বিভিন্ন ত্রাণশিবিরে জায়গা দেওয়া হয়েছে। বন্যার সম্ভাবনা নিয়ে আগাম পূর্বাভাস না থাকায় অনেক গ্রামে প্রবল বিক্ষোভের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন। বন্যাত্রাণ নিয়েও বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ জমে উঠেছে। হাজার হাজার গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে। ১৫ লক্ষ হেক্টর জমির ফসল ধুয়ে গেছে। অনেক সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। উদ্ধারকারীরা নৌকার সাহায্যে দুর্গম বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ চালালেও প্রাকৃতিক দুর্যোগে অনেক সময়েই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।