বাড়িতে একটি বাঁদর পুষেছিলেন তিনি। সমস্যা হল বাঁদরটির ধরণে। কাপুচিন বাঁদর রেসট্রিকটেড স্পিসিস। ফলে এ ধরণের বাঁদর পুষতে গেলে তার জন্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হয়। যার তোয়াক্কা না করেই বাড়িতে সেই বাঁদর পুষছিলেন বিখ্যাত গায়ক ক্রিস ব্রাউন।
এখন এক বাঁদর বিনা অনুমতিতেই তাঁর বাড়িতে পোষা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে হানা দেন ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফিস এন্ড ওয়াইল্ড লাইফ-এর আধিকারিকরা। তখন ‘ডোন্ট জাজ মি’ খ্যাত ক্রিস ব্রাউন বাড়িতে ছিলেননা। তবে পরিবারের অন্য সদস্যরা ছিলেন। তাঁরা এই হানার সময় বাঁদরটিকে মুক্ত করে দেন। কিন্তু ক্রিস ব্রাউন তার জন্য রেহাই পাননি। তাঁকে মার্কিন আইনের কোপে পড়তে হয়। যা জানা যাচ্ছে এভাবে বিনা অনুমতিতে কাপুচিন বাঁদর পোষার জন্য ৬ মাসের কারাদণ্ড হতে পারে এই বিখ্যাত গায়কের।
প্রসঙ্গত এর আগেও আইনি জটিলতায় জড়িয়েছেন ক্রিস। একসময়ে তাঁর বান্ধবী গায়িকা রিহানাকে মারধর করার জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়। এছাড়া নিষিদ্ধ অস্ত্র সঙ্গে রাখার জন্য একবার আইনি জটিলতায় জড়ান ক্রিস ব্রাউন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা