Sports

কোভিড লকডাউন তাঁর একটি উপকার করেছে, কেন এমন বললেন ক্রিস গেইল

কোভিড লকডাউন মানুষের চরম ক্ষতি করেছে। তাঁদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। কিন্তু ক্রিস গেইলের ক্ষেত্রে উল্টোটা ঘটেছে। কেন তা জানালেন ক্যারিবিয়ান ক্রিকেটার।

ক্রিস গেইলের নাম নতুন করে ক্রিকেট পাগল ভারতে কাউকে বলার অপেক্ষা রাখে না। সকলেই এই ক্যারিবিয়ান মারমুখী ব্যাটারকে হাড়ে হাড়ে চেনেন।

কখনও আইপিএল-এ তো কখনও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে এসে তিনি ব্যাট হাতে যখনই ক্রিজে নেমেছেন তখনই বোলারের মুখ শুকিয়ে গেছে।


সেই ক্রিস গেইল ব্যক্তিগত জীবনে খুবই রঙিন মানুষ। বেড়ানো, বিনোদনে মেতে থাকতে পছন্দ করেন এই ব্যাটার। যখন গোটা বিশ্ব করোনা লকডাউনে কার্যত দিশেহারা, বাড়িতে আটকে থেকে মানসিকভাবে বিপর্যস্ত। পিছু তাড়া করছে করোনা আতঙ্ক। সেই সময় ক্রিস গেইল ব্যস্ত ছিলেন অন্য কাজে। অবশ্যই বাড়িতে।

ক্রিস জানিয়েছেন, তখন বাড়ি থেকে বার হওয়া যাচ্ছিল না। লকডাউন পরিস্থিতি। সে সময় তাঁর এক বন্ধু তাঁকে প্রস্তাব দেন অফুরন্ত অবসর সময়ে তাঁরা বরং একটি গান তৈরি করবেন।


সেইমত ক্রিসের বন্ধু ও তিনি মিলে একটি গান বাঁধলেন। সেই গান রেকর্ডও করা হল। ক্রিস জানান সে সময় তিনি বাড়িতেই একটি স্টুডিও বানিয়ে ফেলেন। তারপর এক এক করে গান গাইতে শুরু করেন।

২০২১ সালে গেইলের প্রথম গানটি আত্মপ্রকাশ করে। তারপর ক্রমে তিনি একজন গায়ক হয়ে ওঠেন। ক্রিস গেইল এখন ভারতেও গানের জগতে পা রেখেছেন। সঙ্গীত পরিচালক ও গায়ক অর্ক-র সঙ্গে একসঙ্গে ক্রিস গেইলের একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। নাম ‘ওহ ফাতিমা’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button