প্রায় গোটা পৃথিবীটাই বড়দিনের প্রহর গুনছে। বাড়ি হোক বা গির্জা, শেষ মুহুর্তের যুদ্ধকালীন প্রস্তুতি চলছে সব জায়গাতেই। স্বাভাবিকভাবে সেরকমই প্রস্তুতিতে মগ্ন ইংল্যান্ডের প্লিমাউথের এক ব্রিটিশ পরিবার। কিন্তু এই গল্পে রয়েছে বেশ খানিকটা মোচড়। ক্রিসমাস ট্রির আলোকসজ্জা হিসেবে তাঁরা যে আলোটি ব্যবহার করেন সেটি ৪৮ বছরের পুরনো। এখানেই শেষ নয়, গত ৪৮ বছরে আলোর মালাটির থেকে একটি বাল্বও একবারের জন্যও বদল করার প্রয়োজন পড়েনি।
পরিবারের বর্তমান প্রজন্মের মা ১৯৬৯ সালে ক্রিসমাস উদযাপনের জন্য বাহারি আলোটি কেনেন। তারপর থেকে সেই আলো প্রতি বছর বড়দিনের উৎসব আলোয় ভরিয়ে তুলতে কোনও কার্পণ্য করেনি। ক্রিসমাস ট্রির আলোকসজ্জা হিসেবে ব্যবহার হওয়া আলোর মধ্যে তাদের এই আলোকসজ্জাটিই গোটা ব্রিটেনে প্রাচীনতম বলে দাবি করেছে প্লিমাউথের ওই পরিবার।