২৫ ডিসেম্বর মানেই বাড়ি থাকা নয়। শীতের রোদে পরিবার নিয়ে বেরিয়ে পড়া মানেই তো বড়দিন! সে আদি অনন্ত চিড়িয়াখানাই হোক বা ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পলস্ ক্যাথিড্রাল হোক বা ময়দান। অথবা তুলনামূলকভাবে নতুন গন্তব্য সায়েন্স সিটি, মিলেনিয়াম পার্ক, ইকো পার্ক বা এলিয়ট পার্ক। সর্বত্রই ঠাসা ভিড়। ভিড় জমেছে বিভিন্ন চার্চেও। এদিকে সকালে ভিড় না থাকলেও বিকেল থেকে পার্ক স্ট্রিটও জনারণ্য। নিউ মার্কেটের বিভিন্ন দোকানে কেক কেনার ভিড় এদিনও বজায় ছিল। এককথায় বাড়ির সকলে মিলে একটু অন্যভাবে দিনটা কাটানো। চেনা গণ্ডির বাইরে রঙিন পোশাকে গা মুড়ে সুস্বাদু আহারে মন ভরিয়ে পরিবার নিয়ে খুশিতে মেতে ওঠা। বাঙালির কাছে ফি বছর বড়দিনের ব্যাখ্যাটা এমনই। আর সঙ্গে ফ্রুট বা পাম কেকে কামড় তো আছেই।