৫৪ ফুটের অতিকায় ক্রিসমাস ট্রি-তে মেতে উঠল পার্ক স্ট্রিট
পার্ক স্ট্রিটে বড়দিন কলকাতার উৎসব পালনের মানচিত্রে অন্যতম। সেখানে এবার অন্যতম আকর্ষণ ৫৪ ফুট উঁচু ক্রিসমাস ট্রি। যা দেখতে উপচে পড়ছে ভিড়।
পার্ক স্ট্রিটে বড়দিন পালনের জন্য শুধু কলকাতা নয়, দূরদূরান্তের মানুষও অপেক্ষায় থাকেন। বড়দিনে উপচে পড়ে পার্ক স্ট্রিট। আলোয় আলোয় সেজে ওঠা পার্ক স্ট্রিট হয়ে ওঠে মোহময়। রাতভর চলে পার্টি। বড়দিনের পর একই ছবি নজর কাড়ে নতুন বছরকে আহ্বান জানানোর রাতেও।
গত বছর করোনার কারণে পার্ক স্ট্রিটে এই বড়দিনের উৎসব পালিত হয়নি। এ বছর কিন্তু পার্ক স্ট্রিটে সেই বিধিনিষেধ তেমন নেই। যদিও সকলকে করোনা বিধি পালনের কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে।
এবার পার্ক স্ট্রিটে কিন্তু অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে একটি আলোর মালায় সেজে ওঠা ক্রিসমাস ট্রি। ট্রি-টি ৫০ ফুট লম্বার ওপর রয়েছে একটি ৪ ফুটের তারা।
সব মিলিয়ে ৫৪ ফুটের এই আলোয় সাজা ক্রিসমাস ট্রি বসানো হয়েছে এপিজে হাউসের সামনের প্রাঙ্গণে। যা দেখতে ভুল করছেননা কেউ। অনেকেই সেখানে ছবি তুলতে ব্যস্ত। ভিড় উপচে পড়ছে ওই অতিকায় ক্রিসমাস ট্রি দেখতে।
ট্রি-র এক পাশে রয়েছে ৭ ফুট উঁচু সান্টাক্লজ। অন্যপাশে রয়েছে ৭ ফুটের ফেয়ারি। আর সান্টা আছে মানেই তার সঙ্গে রেনডিয়ার থাকবে। যারা সান্টার স্লেজ টেনে নিয়ে যায় বরফের ওপর দিয়ে।
সেই রেনডিয়ারও সুন্দর করে সাজানো হয়েছে। দাশের হল সান্টার সবচেয়ে দ্রুতগামী রেনডিয়ার। সঙ্গে রয়েছে সান্টার পছন্দের রুডলফ আর কিউপিড। সব মিলিয়ে চোখ জুড়িয়ে যাওয়া সাজ দেখতে মানুষের ভিড় হওয়াটাই স্বাভাবিক।