Lifestyle

অদ্ভুত প্রাক-ক্রিসমাস উৎসবে শয়তান ঝাঁটা চুরি করে!

উড়ন্ত ঝাঁটায় চড়ে হ্যারি ও তার সহপাঠীদের কল্পজগতের গল্পকথায় ভেসে বেড়াতে দেখেছেন সিনেমাপ্রেমীরা। বিশেষ করে ছোটরা যে ওইরকম একটা অলৌকিক ঝাঁটা পাওয়ার লোভ সামলাতে পারেনি তা একেবারে নিশ্চিত। উড়ন্ত ঝাঁটা না থাকুক, বাড়ি পরিস্কারের কাজে সাধারণ ঝাঁটার গুরুত্বকে মানতেই হবে। শয়তানদের ভয়ে তাই ঘরের ঝাঁটা লুকিয়ে রাখতে বাধ্য নরওয়েবাসী। ক্রিসমাসের আগে এমন অদ্ভুত উৎসবে নাকি সে দেশের মানুষ মেতে ওঠেন বলে গুজব। এখন প্রশ্ন, খামোখা কেউ ঘরের ঝাঁটাই বা চুরি করতে যাবে কেন?

নরওয়ের প্রচলিত লোকগল্পের মধ্যেই পাওয়া যাবে তার উত্তর। সে দেশের মানুষ বিশ্বাস করেন ক্রিসমাসের আগে মর্ত্যলোকে এসে হাজির হয় শয়তান প্রেতাত্মার দল। কুমতলব নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায় তারা। তবে সারা দেশে ঘুরে বেড়াতে তো বাহন দরকার। তাই বাহনের জন্য তারা নাকি সেদিন গৃহস্থের ঘরের ঝাঁটা চুরি করে নেয়। তাই ২৫ ডিসেম্বরের ঠিক আগের রাতে নরওয়ের মানুষ তাঁদের ঝাঁটা সযত্নে লুকিয়ে রাখেন ঘরের ভিতর। এই লৌকিক বিশ্বাস ও সংস্কার থেকেই কালক্রমে জন্ম হয় প্রাক-ক্রিসমাস এক অদ্ভুত লৌকিক উৎসবের।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button