প্রয়াত কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী
বাংলার ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র চুনী গোস্বামী চলে গেলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলার ফুটবলের গৌরবময় অধ্যায়ের পুরোধাদের মধ্যে একটি নাম অবশ্যই চুনী গোস্বামী। বাংলার ফুটবল যতদিন বেঁচে থাকবে চুনী গোস্বামীর নামও অমর হয়ে থাকবে ময়দানের সবুজ গালিচায়। সেই কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী চলে গেলেন। ৮২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে বাংলার ফুটবলের একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে চলে গেলেন ভারতকে এশিয়ান গেমস থেকে সোনা এনে দেওয়া এই প্রখ্যাত ফুটবল ব্যক্তিত্ব।
১৯৬২ সালে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেন চুনী গোস্বামী। সেবার ভারত সোনা জেতে। তাঁর নেতৃত্বে ভারতকে সোনা এনে দেয় ফুটবল দল। তবে চুনী গোস্বামীকে ফুটবলার হিসাবেই মানুষ চিনলেও তিনি ছিলেন অসামান্য ক্রিকেটারও। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন চুনী গোস্বামী। সেই চুনী গোস্বামী শেষ জীবনে ভুগছিলেন সুগার, প্রস্টেট ও স্নায়ু রোগে।
চিরকাল মোহনবাগানের জার্সিতেই কলকাতার মাঠ কাঁপিয়েছেন চুনী গোস্বামী। সবুজ মেরুন ছিল তাঁর জীবনের সঙ্গে যুক্ত। কখনও মোহনবাগান ছেড়ে যাননি। কট্টর মোহনবাগানি হিসাবে পরিচিত ছিলেন মাঠে। ১৯৬২ সালে ভারতের অধিনায়কত্ব করে দেশকে এশিয়ান গেমস থেকে সোনা এনে দেওয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বে ১৯৬৪ সালে এশিয়া কাপে ভারত রানার্স হয়।