আরশোলার মাথা না থাকলেও দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকতে পারে
মাথা কেটে নিলেই যেকোনও প্রাণির বাঁচার সম্ভাবনা থাকেনা। কিন্তু বিশ্বে এমনও একটি প্রাণি রয়েছে যার মাথা কেটে নিলেও সে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।
মুণ্ড ছাড়া প্রাণি বাঁচতে পারে কি? উত্তর অবশ্যই পারেনা। সে মানুষ হোক বা বাঘ, ভাল্লুক, ছাগল, গরু। অথবা পাখি, মাছ এবং এমন নানা প্রাণি। জীবজগতে মুণ্ডহীন হয়ে বেঁচে থাকার উপায় নেই। কিন্তু সেখানেও রয়েছে চমক। সেখানেও রয়েছে ব্যতিক্রম।
এমন একটি প্রাণি রয়েছে যার মুণ্ড কেটে নিলেও তার মৃত্যু হয়না। দিব্যি মাথা ছাড়া বেঁচে থাকে। এমনও নয় যে এ অতিবিরল প্রাণি। প্রতিদিনের জীবনে আর পাঁচটা মামুলি জীবের মতই এরা নজরে পড়ে।
আরশোলা এমন এক প্রাণি যার মুণ্ড কেটে নিলেও সে আরও প্রায় ১ সপ্তাহ পর্যন্ত জীবিত থাকতে পারে। এর একটি প্রধান কারণ হল এদের শরীর বিশেষভাবে তৈরি। সারা শরীর জুড়ে রয়েছে প্রচুর ছিদ্র। যা দিয়ে এরা শ্বাস প্রশ্বাসের কাজ চালিয়ে যেতে পারে।
এখন প্রশ্ন উঠতেই পারে যে সেক্ষেত্রে আরশোলা এক সপ্তাহ পর্যন্তই বা বাঁচবে কেন? আরও বেশি দিনও বাঁচতে পারে! সেটা পারেনা একটাই কারণে।
এদের ধড় থেকে মুণ্ড আলাদা হয়ে যাওয়ার পর এরা জলের জন্য ছটফট করতে থাকে। কিন্তু মুণ্ড না থাকায় জল পান করতে পারেনা। অথচ তাদের শরীর জল চাইছে। জলের অভাব সহ্য করে যতটা সময় তারা বেঁচে থাকতে পারে ততটাই তারা বাঁচে। অবশেষে জল তেষ্টায় প্রাণ যায় তাদের।