এই নদীর জলে খেলা করে রামধনুর রং
রামধনু তো আকাশেই দেখে সকলে অভ্যস্ত। কিন্তু সেই রামধনু যদি নদীর জলে খেলা করে! একমাত্র এই নদীতে খেলে রামধনু রং।
আকাশের বুকে রামধনু তো অনেকেই দেখেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তেই দেখা মেলে নীল আকাশের বুকে চোখ জুড়োনো সাতরঙা রামধনুর। কিন্তু সেই রামধনু আকাশে না দেখা গিয়ে নদীতে দেখা যেতে পারে কি?
প্রায় সকলেই উত্তরে বলবেন না। কিন্তু এ বিশ্বে কত কিছুই তো ঘটে! যেমন একটি দেশে এমন একটি নদী রয়েছে যেখানে মে মাস থেকে নভেম্বর মাসের মধ্যে যে কোনও সময় গেলেই দেখা মেলে রংয়ের বাহারের। রামধনু রং খেলা করে নদীর জলে।
কলম্বিয়ার ক্যানো ক্রিস্টালিস বিখ্যাত নদী। সে দেশেই নয়, জগত জোড়া তার নাম। অনেকেই তাকে ডাকেন রিভার অফ ফাইভ কালারস নামে। আর তার এই বাহারি রংয়ের কারণেই এই নদীর টানে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকেরা।
এক সময় নদীর জলে এই লাল, নীল, সবুজ, হলুদের খেলা দেখে অনেকই তাকে কলম্বিয়ার কালা যাদু বলে মনে করেছেন। কিন্তু এর পিছনে রয়েছে বিজ্ঞান।
এই নদীর জল মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এতটাই স্বচ্ছ থাকে যে তার জলের তলা পর্যন্ত দেখা যায়। আর সে সময় এই নদীর তলদেশে জন্মায় অত্যন্ত দুর্লভ এক উদ্ভিদ। নাম ম্যাকারেনিয়া ক্ল্যাভিজেরা।
এই জলের তলার উদ্ভিদ ভালভাবে সূর্যের আলো পেলে তার রং ফেটে বার হয়। যা স্বচ্ছ জলের কারণে নদীর ধারে দাঁড়ালেই ঝলমল করে।
এত রংয়ে সাজানো নদী বিশ্বের আর কোথাও নেই। আর তা সম্ভব হয়েছে প্রায় অবলুপ্তির পথে হাঁটা ম্যাকারেনিয়া ক্ল্যাভিজেরা-র হাত ধরে।