চাইলেই শুঁকে আসতে পারেন পচা দুর্গন্ধ, সকলকে আহ্বান
যে গন্ধ পাবেন তা এক অসহ্য পচা দুর্গন্ধ। আর তা শুঁকতে চাইলে যে কেউ হাজির হতে পারেন। ৪-৫ বছরে এমন গন্ধ আর পাওয়া যাবেনা।
সুন্দর গন্ধ সকলের প্রিয়। কিন্তু যদি গন্ধটি উৎকট হয়, যদি তা সহ্য করাই দায় হয় তাহলে তা কেউ শুঁকতে চান কি? না, চান না। তবে অনেকেই জানলে অবাক হবেন যে এমনও কিছু উৎকট অসহ্য পচা গন্ধ হয় যা মানুষ শুঁকতে চান। তাতে তাঁদের কোনও উপকার হয় এমনটা নয়।
কেবল গন্ধটাকে চেনার জন্য তা শুঁকতে চান। সেই সুযোগ এবার দরজায় কড়া নাড়ছে। কারণ যে এই গন্ধ প্রদান করে সেই ফুলটি ফোটার জন্য তৈরি।
বিশাল চেহারার ফুল। দেখলে মনে হবে যেন দৈত্য ফুল। সেই ফুলের গন্ধ হল পচা দুর্গন্ধময়। কিন্তু এই পচা গন্ধটি একটু অন্যরকম। ফুলটি ৪-৫ বছরে একবার ফোটে। ফলে সেই সময়ই তার সেই গন্ধ পাওয়া যায়।
কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয় চত্বরে এই ফুলটি ফুটতে চলেছে। তাই বিশ্ববিদ্যালয়ের তরফে বিষয়টি সকলকে জানানো হয়েছে। সাধারণ মানুষ চাইলেই এই ফুলের গন্ধ শুঁকতে হাজির হতে পারেন বলেও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।
কসমো নামে ফুলটি ফুটলে তার গন্ধ তার আশপাশে থাকা মানুষের নাকে চড়া ভাবেই পৌঁছে যায়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, তারা নিশ্চিত ছিলনা ওই ফুল কবে ফুটবে।
তবে এখন যা পরিস্থিতি তাতে তা ফুটবে ফুটবে করছে। ঠিক কবে ফুটবে তা অবশ্য পরিস্কার করেনি তারা। তবে অনেকেই ওই ফুলের গন্ধ শোঁকার জন্য উদগ্রীব হয়ে আছেন।