ফের ফাঁকা মাঠে আশ্চর্য স্তম্ভের হদিশ, দিশেহারা প্রশাসন, ভিনগ্রহীদের নিয়ে তুঙ্গে আলোচনা
অন্য গ্রহের বাসিন্দারাই কি একাজ করছে? এমন ফাঁকা মাঠে ধাতব স্তম্ভ কে রেখে যাচ্ছে। এলিয়েনদের কাজ বলেই সন্দেহ অনেকের। কৌতূহলও বাড়ছে।
১ মাসও কাটল না। তার মধ্যেই ২টো এমন স্তম্ভের দেখা মিলল। ধাতব এই স্তম্ভগুলিকে বলা হচ্ছে মোনোলিথ। যার গা কাচের মত স্বচ্ছ, মসৃণ। তবে লম্বায় অনেক উঁচু। এর আগে যেটা পাওয়া গিয়েছিল সেটা ছিল ৩ কোণা বিশিষ্ট। এবার যেটা পাওয়া গেল সেটা ৪ কোণা বিশিষ্ট।
এটুকুই যা ফারাক। তবে যেটা প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলকে অবাক করে দিচ্ছে সেটা হল এগুলি আসছে কোথা থেকে। রাতারাতি কে বসিয়ে দিয়ে যাচ্ছে এমন সব অতিকায় স্তম্ভ? যার উত্তর এখনও রহস্যই রয়ে গেছে।
১ মাসও হয়নি আমেরিকার লাস ভেগাসের নেভাডা মরু অঞ্চলে একটি মোনোলিথ পাওয়া গিয়েছিল। যা ছিল ৩ কোণা। ধুধু প্রান্তরের মাঝে আচমকা এমন এক স্তম্ভ দেখতে বহু মানুষ দূর দূর থেকে ভিড় জমাচ্ছিলেন। ফলে পুলিশ তা সরিয়ে নিয়ে যায়।
এবার এমনই এক ৮ ফুটের আয়নার মত ৪ কোণা মোনোলিথ পাওয়া গেল এক মহিলার ব্যক্তিগত জমিতে। এবারও পরিস্কার নয় কে বা কারা এটা বসিয়ে দিয়ে গেল। ফলে ভিনগ্রহীদের কাজ বলে সন্দেহ দানা বাঁধছে।
প্রসঙ্গত ২০২০ সালের পর থেকে মোনোলিথ পাওয়া বেড়েছে। মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এমন মোনোলিথের দেখা।
এছাড়া রোমানিয়া ও ইংল্যান্ডেও মোনোলিথ দেখা গেছে। এর কয়েকটি আবার এক শিল্পী তাঁর কাজ বলে দাবি করেছিলেন। তবে এই ১ মাসের মধ্যে নেভাডা ও কলোরাডোতে পাওয়া মোনোলিথ কেউ বসিয়ে গেছেন বলে দাবি করেননি। ফলে তা এখনও রহস্যই।