সাবধানতা গ্রহণের ক্ষেত্রে কারা বেশি সতর্ক, কারা আগেভাগে সিদ্ধান্ত নেন? মহিলারা না পুরুষরা? এ প্রশ্ন চিরন্তন। তবে গবেষণা বলছে একটা ক্ষেত্রে এগিয়ে মহিলারাই। তা হল প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আগাম সতর্কতার ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে অনেকটাই এগিয়ে বলে জানাচ্ছে গবেষণা। বরং পুরুষদের বোঝাতে তাঁদের হিমসিম খেতে হয়।
গবেষণা জানাচ্ছে, মহিলারা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে যতটা আগে পদক্ষেপ গ্রহণ করতে চান, পুরুষরা তা চান না। তাঁরা সময় দিয়ে অবস্থা কোন দিকে যায় সেদিকে দেখার পক্ষপাতী। সেক্ষেত্রে অনেক সময় সাবধানতা গ্রহণে দেরি হয়ে যায়। কিন্তু মহিলারা আগেভাগে সতর্ক হলেও সাবধানতা গ্রহণ করার জন্য পরিবারের পুরুষটিকে বোঝাতে অনেক সময় হিমসিম খান। অনেক সময় শত চেষ্টা করেও তাঁকে বুঝিয়ে উঠতে পারেননা। আর সাবধানতা তো পুরো পরিবারের। তাই মহিলারা একা নিজের জন্য সাবধানতা গ্রহণ করতেও পারেননা। যার ফল অনেক সময় ভুগতে হয় গোটা পরিবারকে।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় ৩৩ জন মহিলা ও ১০ জন পুরুষকে বেছে নেওয়া হয়। সকলকেই টেক্সাস এলাকা থেকে ডাকা হয়। তারপর তাঁদের খুব গভীরভাবে নানা বিষয়ে ইন্টারভিউ করা হয়। তাঁদেরই ডাকা হয়েছিল যাঁরা আগে কোনও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখে এসেছেন। মুখোমুখি হয়েছেন। এঁদের সঙ্গে কথা বলেই গবেষকরা সিদ্ধান্তে এসেছেন যে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে মহিলারা অনেক আগে তৎপর হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা