ঘুরছে বিশাল পা, লম্বা চুলের আদি মানব, দম্পতির ছবি ঘিরে জল্পনা
এক পৌরাণিক মানব ঘুরে বেড়াচ্ছে এখনও। একটি পাহাড় জঙ্গলে ঘেরা প্রান্তরে সেই পৌরাণিক মানবের ছবিও তাঁরা ফ্রেম বন্দি করেছেন। যা হুহু করে ছড়িয়ে পড়েছে।
এলাকাটা শুকনো ছোট ছোট গাছ আর ঘাসে ভরা পাহাড়ি অঞ্চল। আশপাশে দূরদূরান্ত পর্যন্ত মানুষের দেখা নেই। এখানে মানুষ বিশেষ আসেন না। এই বিশাল প্রান্তরের ধার ধরে চলে গেছে রেললাইন। সেই রেলেই ভ্রমণ করছিলেন এক দম্পতি। তাঁদের চোখেই প্রথম পড়ে এক অদ্ভুত প্রাণি।
অনেকটা আদি মানবের মত দেখতে। তার বিশাল বিশাল পা, সারা গায়ে লম্বা লম্বা লোম, একটু ঝুঁকে হাঁটছে। এ কি দেখছেন তাঁরা! এটা বলার পরই তাঁদের পাশে বসা একজন মোবাইল ক্যামেরায় ছবি তুলতে থাকেন।
ট্রেনে থাকা মাত্র ৩-৪ জনই এই প্রাণির দেখা পেয়েছেন। সে কিছুটা হেঁটে ওই প্রান্তরের শুকনো ঘাসের মধ্যেই বসে পড়ল। আর তার লোমশ শরীরের রং মিশে গেল আশপাশের ধূসর রংয়ের সঙ্গে।
এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। ওই দম্পতির দাবি, তাঁরা এমন এক পৌরাণিক মানবের দেখা পেয়েছেন যা অবিশ্বাস্য। কিন্তু সত্যি। তাঁরা স্বচক্ষে দেখেছেন তাকে হেঁটে বেড়াতে।
সেই পাণ্ডববর্জিত এলাকায় ঘোরা আদি মানবের মত প্রাণিটির ছবিও সকলকে অবাক করেছে। এই দৃশ্য তাঁরা দেখেছেন আমেরিকার কলোরাডোতে।
সেখানেই এক পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে ট্রেনে যাওয়ার সময় দম্পতির নজরে পড়ে এই জীব। যা ঘিরে উৎসাহের পারদ চড়ছে। দশম বিবাহবার্ষিকী উদযাপন করতে গিয়ে তাঁদের নজরে যা পড়ল তা দুনিয়াকে অবাক করে দিয়েছে।