কেমন ছিল প্রথম কম্পিউটার মাউস, কি দিয়ে হয়েছিল তৈরি
কম্পিউটারের অন্যতম অঙ্গ হল তার মাউস। যা ছাড়া কম্পিউটার ভাবাই যায়না। যা এখন বিশেষ ধরনের প্লাস্টিকের হয়। কিন্তু প্রথম মাউস ছিল অন্য কিছুর।
দৈনন্দিন জীবনের সঙ্গে কম্পিউটার মিলেমিশে একাকার হয়ে গেছে। কম্পিউটার ছাড়া অনেকেই এখন ভাবতে পারেননা। আর কম্পিউটার মানেই তার মাউস।
মাউস তার যুক্তও হতে পারে, তার ছাড়াও হতে পারে, কিন্তু মাউস থাকবেই। মাউস ছাড়া কম্পিউটার ভাবাই যায়না। এই মাউস কিন্তু প্রথম জন্ম নিয়েছিল ৬০-এর দশকে।
তখন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা কেন্দ্র ছিল সেখানে কাজ করছিলেন ডগলাস এঞ্জেলবার্ট। তিনিই প্রথম মাউসের জন্ম দেন। কিন্তু তা আধুনিক মাউসের মত দেখতে ছিলনা।
ডগলাসের তৈরি মাউস ছিল কাঠের তৈরি। তাও আবার একটি আয়তক্ষেত্রের মত দেখতে। আয়তক্ষেত্রের মত দেখতে কাঠের মাউসের মাথায় ছিল একটি মাত্র বাটন।
ডিসপ্লে সিস্টেমের জন্য এই কাঠের মাউস ডগলাস এঞ্জেলবার্ট তৈরি করেন। সেই প্রথম মাউসের ধারনা পাওয়া যায়। যা এখনকার মাউসের মত ছোট ছিলনা। ছিল অনেকটা বড় আকারের।
সেই মাউসকেই আরও উন্নত করে তৈরি করা হয় জেরক্স অল্টো কম্পিউটার সিস্টেমের জন্য মাউস। সেটা হয় ১৯৭৩ সালে। তবে ডগলাসের সেই মাউস কিন্তু মাউস নামক কিছু যে হতে পারে তার রাস্তা দেখিয়ে দিয়েছিল।
পরবর্তীকালে মাউস এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে কম্পিউটারের। মাউস অবশ্য এখন আর সেই আদি মাউসের মত নেই। এখন মাউস অনেক ছোট এবং শক্তিশালী। তার ছাড়াই এখন মাউস কাজ করতে পারে। যা আজ থেকে ৫০ বছর আগে কম্পিউটারের সঙ্গে প্রথম যুক্ত হয়েছিল।