মানুষের দৃষ্টি ফেরাতে মহাকাশকে বেছে নিল একটি সংস্থা
মানুষের দৃষ্টিশক্তিকে বাঁচিয়ে রাখতে যে মহাকাশ এভাবে কাজে লাগতে পারে তা আগে কেউ হয়তো ভাবেননি। মহাকাশকে এভাবে বেছে নেওয়া যেতে পারে সেটাও হয়তো কেউ ভাবেননি।
মানুষের চোখের অন্যতম প্রধান অংশ হল রেটিনা। যার সমস্যা এক সময় মানুষকে অন্ধত্বের দিকেও ঠেলে দিতে পারে। ম্যাকিউলার হোল এমন এক ফুটো যা অনেক বয়স্ক মানুষকে প্রায় অন্ধ করে দিতে পারে। এছাড়াও নানা ধরনের রেটিনার সমস্যা হতে পারে যে কোনও বয়সে।
সেক্ষেত্রে রেটিনার চিকিৎসা দরকার। এখন কৃত্রিম রেটিনা তৈরিতে জোর দেওয়া শুরু হয়েছে। যাতে মানুষের রেটিনার কারণে ক্ষীণ হয়ে আসা দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দেওয়া যায়।
এমন ধরনের রেটিনা তৈরির চেষ্টা করছে মার্কিন স্টার্টআপ সংস্থা ল্যাম্বডাভিশন। এরা এই কৃত্রিম রেটিনা অবশ্য পৃথিবীর মাটিতে বানাতে আগ্রহী নয়। এরা চাইছে মহাকাশে তা তৈরি করতে।
কারণ এই ধরনের রেটিনা তৈরির জন্য মাইক্রো মাধ্যাকর্ষণ প্রয়োজন। যা রয়েছে পৃথিবীর কাছাকাছি থাকা কক্ষে। যাকে লো অরবিট বলা হয়। যেখানে আন্তর্জাতিক স্পেস স্টেশনও রয়েছে।
এই সংস্থা চাইছে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই এই রেটিনা তৈরির ইউনিট গড়ে তুলতে। সেখানেই তৈরি হবে রেটিনার কারণে মানুষের ক্ষীণ হয়ে আসা দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের কৃত্রিম রেটিনা।
ইতিমধ্যেই তারা এর প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে মহাকাশকে উৎপাদন ক্ষেত্র হিসাবে ভাবা কিন্তু যথেষ্ট চমকপ্রদ। সে যাই তৈরি হোক, মহাকাশেও যে মানুষের প্রয়োজনীয় কিছু তৈরি হতে পারে তা হয়তো কেউ আগে ভেবে দেখেননি।
এরসঙ্গে মহাকাশকে যে মানুষ এবার নানা কাজে ব্যবহার করা শুরু করতে চলেছে তাও এই উদ্যোগ থেকে পরিস্কার হয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা