প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ারের পর এবার বানভাসি কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। কোচবিহারের বহু ওয়ার্ডে তোর্সার জল ঢুকতে শুরু করেছে। অনেক এলাকা জলের তলায় চলে গেছে। বহু জায়গা জনজীবন স্তব্ধ হয়ে গেছে। নাছোড় বৃষ্টিতে অবস্থা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। তোর্সা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টিতে ক্রমশ জলস্তর বেড়েই চলেছে। ফলে কুল ছাপিয়ে জল ঢুকছে শহরে, গ্রামে। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ পরিবার নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ এভাবে চলতে থাকলে আর গ্রাম জলের তলায় চলে যাবে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এদিকে জলের তোড়ে সেবক সেতুতে ফাটল দেখা দিয়েছে। ফলে ওই সেতু দিয়ে ট্রেন চলাচল এদিন বন্ধ করে দেওয়া হয়। সেতুটি সারিয়ে ট্রেন চলাচল একদিনের মধ্যেই স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। এদিকে সেতু বন্ধ থাকায় বহু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে নিয়ে যেতে হচ্ছে।
Read Next
November 21, 2024
রাজ্যে ১২ ডিগ্রিতে পারদ, তারমধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
November 5, 2024
৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, শীত কবে পড়ছে, কি বলছে আবহাওয়া দফতর
October 25, 2024
স্থলভাগে ঢুকে তাণ্ডব দেখাল ঘূর্ণিঝড় দানা, এ রাজ্যেও প্রভাব, কলকাতায় একটানা বৃষ্টি
October 19, 2024
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঘনাচ্ছে দুর্যোগ, কবে কেমন বৃষ্টি, মিলল পূর্বাভাস
Related Articles
Leave a Reply