
গতবারের পুনরাবৃত্তি দেখল গোটা বিশ্ব। ফের মেসির আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকা ঘরে তুল নিল চিলি। এই নিয়ে পরপর দু’বছর। গতবছরও আর্জেন্টিনাকেই দুরমুশ করে কাপ জিতেছিল চিলি। এবারও তাই। তবে খেলা হয়েছে হাড্ডাহাড্ডি। একদিকে মেসিকে সামনে রেখে চিলিকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া আর্জেন্টিনা। অন্যদিকে শতবার্ষিকী কোপা জিতে ঘরের কাপ ঘরেই রাখতে সর্বশক্তিতে ঝাঁপানো চিলি। স্নায়ুযুদ্ধের লড়াইয়ে প্রথমার্ধেই দুই দলের দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। চিলির রিয়াজ ও আর্জেন্টিনার মারিও লাল কার্ড দেখার পর দু’দলের ১০ জন করে খেলোয়াড় মাঠে। যা খেলার শেষ পর্যন্ত বজায় ছিল। প্রথম ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলশূন্য। ফলে টাইব্রেকারে ফয়সালা। গ্যালারিতে তখন দু’দলের সমর্থকদেরই হৃৎস্পন্দন গলার কাছে চলে এসেছে। এই সময়ে টাইব্রেকারে মেসির শট লক্ষ্যভ্রষ্ট। চিলির সমর্থকেরা লাফিয়ে ওঠেন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে মাঠে উল্লাসে ফেটে পড়েন চিলির খেলোয়াড়েরা। গোটা চিলি দেশটা তখন আনন্দে আত্মহারা। আর অন্যদিকে ফের দেশকে কাপ এনে দিতে ব্যর্থ মেসি সহ গোটা দলের চোখে জল। এবারও হল না কোপা জেতা। গাঁট সেই চিলি। যেখানে ফের আটকে গেল এবারের কোপায় আর্জেন্টিনার অশ্বমেধের ঘোড়া।