কোপা আমেরিকার শুরুতে ইকুয়েডরের কাছে আটকে গিয়েছিল বিশ্ব ফুটবলের ডাকসাইটে দল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই তাদের দ্রুত কামব্যাক দিয়ে সেই দুঃখ অনেকটাই মুছে দিলেন হলুদ ব্রিগেড। হাইতিকে ৭-১ গোলে কার্যত উড়িয়ে দিল তারা। ৯০ মিনিটই মাঠ জুড়ে দুর্বল হাইতিকে নিয়ে ছিনিমিনি খেলেন ব্রাজিল ফুটবলাররা। ১৪ মিনিটের মাথায় প্রথম গোল দিয়ে শুরু। এরপর গোলের মালা পরিয়েছেন কুটিনহো, অগাস্টোরা। ব্রাজিলের হয়ে হ্যাটট্রিক করেন ফিলিপ কুটিনহো, ২ গোল দেন রেনাতো অগাস্টো, এক গোল করে দেন গ্যাব্রিয়েল বারবোসা ও লুকাস লিমা। হাইতির হয়ে দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় একমাত্র গোলটি দেন মার্সেলিন। এদিকে কোপার গ্রুপ বি-এর অন্য খেলায় ইকুয়েডর ফের ড্র করে রুখে দিল পেরুকে। ২-২ গোলে অমীমাংসিত থাকে খেলা। ব্রাজিলের পরের খেলা পেরুর সঙ্গে।
Leave a Reply