Sports

কোপায় ইন্দ্রপতন, ছিটকে গেল ব্রাজিল

Copa America 2016বিশ্ব ফুটবলে যে দুটি লাতিন আমেরিকান দেশ ত্রাস হিসাবে পরিচিত তার একটি অবশ্যই ব্রাজিল। হলুদ জার্সির ফুটবল গর্ব এদিন ধুলোয় মিশল। কোপা আমেরিকার গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হল ফুটবলের দেশকে। প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র চিন্তায় ফেলেছিল তাদের। পরের ম্যাচে যদিও দুর্বল প্রতিপক্ষ হাইতিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশের টিকিটটা প্রায় নিশ্চিত করে ফেলে তারা। বাকি ছিল শেষ ম্যাচে পেরুর সঙ্গে খেলা। সেই পেরুই এদিন ১-০ গোলে হারিয়ে ছিটকে দিল ব্রাজিলকে। রুইদিয়াজের গোল ব্রাজিলের জালে জড়াতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পেরুর সমর্থকেরা। অন্যদিকে ব্রাজিলের খেলোয়াড়রা তখন দাবি জানাচ্ছে রুইদিয়াজের হ্যান্ডবলের। তাদের দাবি গোলটা রুইদিয়াজ হাত দিয়ে মেরে করেছেন। যদিও ব্রাজিলের সেই আবেদন নাকচ হয়ে যায়। খেলা শেষ হওয়া পর্যন্ত সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি ব্রাজিল। ফলে শতবার্ষিকী কোপায় সকলকে অবাক করে গ্রুপ লিগ থেকেই বিদায় নিল তারা। গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পেরু।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button