কোপায় বলিভিয়াকে সহজে হারাল আর্জেন্টিনা। গ্রুপ লিগের সবকটি ম্যাচ জিতে ৩ প্রতিপক্ষকে মোট ১০ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মেসির দল। এদিন বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনা। প্রথমার্ধেই সবকটি গোল হয়। খেলার ১৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার লামেলা। এর ঠিক ২ মিনিট পরেই লাভেজির পা থেকে আসে দ্বিতীয় গোল। খেলার ৩২ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন কুয়েস্তা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। মেসির দুরন্ত খেলা দর্শকরা উপভোগ করলেও তাঁর পা থেকে কোনও গোল এদিন আসেনি। এদিকে কোপার গ্রুপ লিগ থেকে ব্রাজিলের বিদায়ের পর এদিন দুঙ্গাকে জাতীয় কোচের পদ থেকে অপসারিত করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
Leave a Reply