
ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কোপার সেমিফাইনালে পৌঁছে গেল আমেরিকা। জুরগেন ক্লিন্সম্যানের কোচিংয়ে আমেরিকার এই উত্থানকে বাহবা দিচ্ছে ফুটবল বিশ্ব। খেলার ২২ মিনিটে ডেম্পসির গোলে আমেরিকা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের মাথায় আমেরিকার হয়ে দ্বিতীয় গোলটি করেন জার্দেস। এরপর গোল শোধের মরিয়া চেষ্টা শুরু করে ইকুয়েডর। ৭৪ মিনিটের মাথায় একটা গোল শোধও করে। কিন্তু ওই পর্যন্তই। এরপর আর গোল শোধ করা সম্ভব হয়নি ইকুয়েডরের পক্ষে। খেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সেমিফাইনালের টিকিট পকেটে পুরে ফেলে আমেরিকা। আমেরিকার কোপায় শেষ চারে যাওয়াকে রীতিমত কৃতিত্বের চোখেই নিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞেরা।