
কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে তুলোধোনা করে শতবার্ষিকী কোপার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে রবিবার ৪-১ গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে দেয় তারা। খেলার ৮ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে গোল করে এগিয়ে দেন হিগুয়েন। ২৮ মিনিটের মাথায় ফের হিগুয়েনের পা থেকেই আসে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মেসির গোলে ৩-০-এ এগিয়ে যায় আর্জেন্টিনা। এর ১০ মিনিট পর আর্জেন্টিনার গোলে বল জড়িয়ে ভেনেজুয়েলার হয়ে একটি গোল শোধ করেন রনদন। কিন্তু সে সুখটুকুও স্থায়ী হয়নি। মাত্র এক মিনিটের মধ্যে ফের গোল আসে লামেলার পা থেকে। ৪-১ গোলে এগিয়ে যায় নীল সাদা ব্রিগেড। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক ৫৪টি গোলের রেকর্ড আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতার। সেই রেকর্ড এদিন ছুঁয়ে ফেললেন ২৮ বছরের মেসি।