
আমেরিকাকে ৪-০-এ উড়িয়ে কোপার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। খেলার শুরু থেকেই কোপায় সাড়া জাগানো আমেরিকাকে চাপে ফেলে দেয় শতবার্ষিকীর কোপার অন্যতম দাবিদার নীল সাদা ব্রিগেড। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন লাভেজি। এরপর ৩২ মিনিটের মাথায় মেসির পা থেকে আসে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল। হিগুয়েনের শট আমেরিকার জালে জড়াতেই ৩-০-এ এগিয়ে যায় আর্জেন্টিনা। খেলায় ফেরার সবরকম চেষ্টা করলেও আর্জেন্টিনার দুরন্ত বোঝাপড়ার সামনে এঁটে উঠতে পারেনি আমেরিকা। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে ফের হিগুয়েনের গোলে ৪-০-এ এগিয়ে যায় মেসির দল। এদিন একটা ম্যাচ থেকেই জোড়া পাওনা আর্জেন্টিনার। কোপার ফাইনালে পৌঁছনোর পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন মেসি। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিরুদ্ধে গোল করে বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন মেসি। অপেক্ষা ছিল আর একটা গোল করে রেকর্ড ভাঙার। সেই কাজটাই এদিন সেরে ফেললেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলারটি।