পুরুষের দরকার নেই, একাই মা হল স্ত্রী কুমির
পৃথিবীতে প্রাকৃতিক ভাবেই নারী পুরুষ উভয়ে জন্ম দেয় নতুন প্রাণের। তবে এবার পুরুষ ছাড়াই একা একা মা হল এক স্ত্রী কুমির।
নারী পুরুষের উভয়ের সংযোগে একটি নতুন প্রাণ পৃথিবীর আলো দেখে। সেই প্রাণই জন্ম দেয় তার আগামী প্রজন্মের। ক্ষুদ্র থেকে বৃহৎ সব প্রাণির ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
কিন্তু সেই প্রাকৃতিক সত্যকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এক কুমির। তাকে চিড়িয়াখানায় আলাদা করে রাখা হয়েছিল। তাই কোনও পুরুষ কুমিরের সংস্পর্শে সে আসতে পারেনি।
তাই পুরুষ কুমিরের সঙ্গে তার মিলনের কোনও প্রশ্ন উঠছে না। তা সত্ত্বেও সকলকে অবাক করে ওই স্ত্রী কুমির মা হয়েছে। ডিম দিয়েছে।
কোস্টারিকার একটি চিড়িয়াখানায় এই আমেরিকান ক্রোকোডাইলটিকে আলাদা করে রাখা হয়েছিল। সে ডিম পাড়ার ৩ মাস পর দেখা যায় একটি ডিমে পূর্ণ দেহের একটি কুমির ছানা তৈরি হয়েছে। এখানেই ধন্ধে পড়ে যান বিজ্ঞানীরা। এর আগে অন্য সরীসৃপে একা মা হওয়া দেখা গেলেও কুমিরদের ক্ষেত্রে এমন উদাহরণ নেই।
এই প্রথম কোনও স্ত্রী কুমির একা মা হল। এটা কীভাবে সম্ভব হল তা দেখতে বিজ্ঞানীরা ডিএনএ সিকোয়েন্স পরীক্ষা করে দেখেন। আর তাতে কিছুটা রহস্য মেটে।
দেখা যায় কুমিরটির মধ্যে শুক্রাণু ছাড়াই ডিম তৈরির ক্ষমতা রয়েছে। যা থেকে কুমির ছানা হতে পারে। তবে কুমিরদের ক্ষেত্রে এমন ঘটনা বিশ্বে এই প্রথম ঘটল। যা কার্যত এক ইতিহাস রচনা করেছে। একা একাই স্ত্রী কুমিরের এই মা হওয়ার ঘটনা তাই বিশ্বজুড়ে খবর হয়ে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।