এ নদীর রংবাজিই টেনে আনে লক্ষ মানুষকে
পৃথিবীতে অনেক কিছুই মানুষকে বিস্মিত করে। যেমন এক নদীর জলের রং। এমন রং আর কোনও নদীর হয়না। এ নদীর রং তৈরি হওয়াও বেশ চমকপ্রদ।
পৃথিবীর বুকে প্রকৃতি এমনও কত খেলাই তো খেলে যা দেখে আজও মানুষ চোখ ফেরাতে পারেনা। প্রকৃতির সেই অপার দান আর মহিমা দেখতে মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসেন। যেমন এ পৃথিবীর বুকেই শত সহস্র নদীর মধ্যে এমন এক নদী রয়েছে যার জলের রং অন্য কোনও নদীর জলের রংয়ের সঙ্গে মেলেনা।
অদ্ভুত সে রং। চোখ জুড়িয়ে দেওয়া সে রং। এ নদীর এই রংবাজি দেখতেই বহু মানুষ দূরদূরান্ত থেকে হাজির হন নদীর ধারে। প্রাণ ভরে উপভোগ করেন প্রকৃতির এই দান। বয়ে যাওয়া জলের দিকে চেয়ে চোখ ফেরাতে পারেননা অনেকেই।
কোস্টারিকার সেলেস্তে নদীর জলের রং না সবুজ আর না নীল। এই ২ রংয়ের মাঝামাঝি একটি রংয়ে জল কুলকুল করে বয়ে চলে এই নদীর বুক চিরে।
ইংরাজিতে একে বলা হয় টারকয়েজ় রং। নীল আর সবুজের মিলনে তৈরি হওয়া এই আজব রং নদী জুড়ে বিরাজ করে।
কোস্টারিকার টেনোরিও ভলক্যানো ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই নদীর অন্য কোনও বিশেষত্ব নেই। তবে এ নদীর জলের রংয়ের টানেই লক্ষ লক্ষ মানুষ প্রতিবছর হাজির হন এর ধারে। কেবল নদীর জলের রং দেখতে।
এই রং তৈরি হয় বিশেষভাবে। অবশ্যই কেউ মিশিয়ে তৈরি করেননা। তৈরি করে নেয় প্রকৃতি। সালফার আর ক্যালসিয়াম কার্বোনেট-এর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলেই এই রংয়ের জল বয়ে যায় সেলেস্তে নদী দিয়ে।