বুধবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই পাস হয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট বানানোর সিদ্ধান্ত। প্রকল্পের নাম নিজশ্রী। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার তাদের জমিতেই ৪ তলা আবাসন বানাবে। থাকবে ১ বিএইচকে ফ্ল্যাট ও ২ বিএইচকে ফ্ল্যাট। বুধবার প্রকল্পের কথা ঘোষণা করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
যাঁদের মাসিক রোজগার ১৫ হাজার টাকার মধ্যে তাঁদের জন্য ১ বিএইচকে ফ্ল্যাট। যাঁদের রোজগার মাসে ৩০ হাজারের মধ্যে তাঁদের জন্য ২ বিএইচকে ফ্ল্যাট তৈরি করবে রাজ্য সরকার। এই রোজগারের লোকজনই আবেদন করতে পারবেন। তার বেশি হলে নয়। ১ বিএইচকে ফ্ল্যাটের দাম হচ্ছে ৭ লক্ষ ২৮ হাজার টাকা। ২ বিএইচকে ফ্ল্যাটের দাম হচ্ছে ৯ লক্ষ ২৬ হাজার টাকা। সেই অর্থে শহরে এত কম দামে ফ্ল্যাট সত্যিই স্বপ্নাতীত। সরকারি ওয়েবসাইটে এই ফ্ল্যাটের জন্য আবেদন করে ফর্ম জমা দেওয়া যাবে। ফ্ল্যাট মিলবে লটারি করে। ফলে সেখানে ভাগ্যই ভরসা।