Kolkata

দেশে এই প্রথম, ৬ মিনিটে শপথ নিল পুরো মমতা মন্ত্রিসভা

দেশে এই প্রথম এমন শপথগ্রহণ দেখা গেল। যেখানে মাত্র ৬ মিনিটের মধ্যেই ৪৩ জন মন্ত্রী শপথগ্রহণ করলেন। এদিন সেটাই হল রাজভবনে।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে গত বুধবারই শপথগ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল তাঁর মন্ত্রিসভার শপথগ্রহণ। সেখানে ৪৩ জন মন্ত্রী শপথগ্রহণ করলেন।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শপথগ্রহণ অনুষ্ঠান ছিল নেহাতই অনাড়ম্বর। এদিন ৪৩ জন মন্ত্রীর মধ্যে ৩ জন ভার্চুয়ালি শপথগ্রহণ করেন।


শারীরিক কারণে ভোটে না লড়লেও অমিত মিত্রকেই রাজ্যের অর্থমন্ত্রী পদে রেখে দিলেন মুখ্যমন্ত্রী। তবে এদিন শপথগ্রহণেও অমিত মিত্র ছিলেন শারীরিক কারণে অনুপস্থিত।

অমিত মিত্র ভার্চুয়ালি শপথ নেন। এছাড়া ব্রাত্য বসু ও রথীন ঘোষ ভার্চুয়ালি শপথগ্রহণ করেন। তাঁরা ২ জনই করোনা সংক্রমণের শিকার হওয়ায় বাড়িতে নিভৃতবাস থেকেই শপথ নেন।


এদিন মমতা মন্ত্রিসভার ২৪ জন পূর্ণমন্ত্রী একসঙ্গে শপথ নেন। তারপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা একসঙ্গে শপথ নেন। তারপরে শপথগ্রহণ করেন প্রতিমন্ত্রীরা।

সব মিলিয়ে শপথগ্রহণে সাকুল্যে সময় লাগে মাত্র ৬ মিনিট। ভারতে এই প্রথম কোনও সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ মাত্র ৬ মিনিটে শেষ হল।

ভার্চুয়ালি শপথগ্রহণও এক নজির সৃষ্টি করল। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Show Full Article
Back to top button