Kolkata

মমতা মন্ত্রিসভায় এবার ৮ মহিলা, ৪ নতুন মুখ

মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া মন্ত্রিসভায় এবার ৪৩ জন মন্ত্রী হিসাবে সোমবার শপথ নেন। তার মধ্যে ৮ জন মহিলা। যার মধ্যে ৪ জন নতুন মুখ।

মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পর নিজেও মেনে নিয়েছেন এবার তাঁদের জয়ে রাজ্যের নারী শক্তির একটা বড় ভূমিকা রয়েছে। বিভিন্ন খতিয়ানও এটা মেনে নিয়েছে যে এবার মহিলা ভোটারদের একটা বড় নির্ণায়ক ভূমিকা থেকেছে। তারই বোধহয় একটা প্রতিফলন পাওয়া গেল নয়া মন্ত্রিসভায়। এবার মমতা মন্ত্রিসভায় ৮ জন মহিলা মন্ত্রী হিসাবে শপথ নিলেন।

শশী পাঁজাকে একমাত্র পূর্ণ মন্ত্রীর দায়িত্বভার দেওয়া হয়েছে। নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর রইল শশী পাঁজার হাতেই।


গত মন্ত্রিসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা চন্দ্রিমা ভট্টাচার্য এবার স্বাধীন দায়িত্বে পেয়েছেন পুর ও নগরোন্নয়ন দফতর। এছাড়াও তাঁর হাতে থাকছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

সন্ধ্যারানি টুডুকে এবার দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর। সঙ্গে দেওয়া হয়েছে পরিষদীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব।


সাবিনা ইয়াসমিন ছিলেন ২০১১ সালের জোট মন্ত্রিসভায় কংগ্রেস বিধায়ক হিসাবে মন্ত্রী। এবার তিনি তৃণমূলের মন্ত্রী হিসাবে পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন, সেচ ও জলপথ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

এবারের মন্ত্রিসভায় ৪ জন নতুন মুখ জায়গা পেয়েছেন। এরমধ্যে রয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ রত্না দে নাগ। তাঁকে দেওয়া হয়েছে পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

শিউলি সাহা পেয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রীর দায়িত্ব। জ্যোৎস্না মান্ডি পেয়েছেন খাদ্য দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সাঁওতালি সিনেমার অভিনেত্রী বীরবাহা হাঁসদা পেয়েছেন বন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

Show Full Article
Back to top button