
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনেই বিগত মন্ত্রিসভার ৪ মন্ত্রীর হার নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জানান নয়া সরকার কাজ শুরু করার পরই এই ৪ জনকে তিনি মন্ত্রী পদমর্যাদার পদে বসাবেন। এদিন তাঁর দেওয়া সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মন্ত্রিসভার ৪ মন্ত্রীর পুনর্বাসনের ব্যবস্থা করলেন তিনি। এঁদের মধ্যে ৩ জনকে পূর্ণমন্ত্রীর সমতুল পদ ও ১ জনকে প্রতিমন্ত্রীর সমতুল পদ দিয়ে ফিরিয়ে এনেছেন মমতা। মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ দফতরের উপদেষ্টা করে ফিরিয়ে আনা হয়েছে মণীশ গুপ্তকে। অনগ্রসর শ্রেণি কল্যাণ নিগমের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে উপেন বিশ্বাসকে। মেডিক্যাল সার্ভিস নিগমের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর ম্যাকিনটোস সহ ৩টি সংস্থার দায়িত্ব দিয়ে ফেরানো হচ্ছে শংকর চক্রবর্তীকে।