
ফের একবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বেঙ্গল’ করার উদ্যোগ নিল রাজ্য সরকার। জুলাইতে দিল্লিতে ইন্টার স্টেট কাউন্সিলের বৈঠকে পশ্চিমবঙ্গের নাম অনেক শেষের দিকে আসায় কথা বলার জন্য ধার্য সময় বেশি পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। ওয়েস্ট বেঙ্গল ‘ডব্লিউ’ দিয়ে শুরু হওয়ায় সব ক্ষেত্রেই শেষে সুযোগ আসার বিষয়টি নিয়ে দীর্ঘদিনই ক্ষোভ রয়েছে মুখ্যমন্ত্রীর। ২০১১-তেও প্রথম ক্ষমতায় আসার পর তিনি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আর্জি দিল্লিতে পাঠিয়েছিলেন। যার কোনও সুরাহা এখনও হয়নি। এবার ফের সেই উদ্যোগ নিলেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ বা ‘বঙ্গ’ করা এবং ইংরাজিতে ‘বেঙ্গল’ করার প্রস্তাব পাশ হয়েছে বলে এদিন জানান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২৬ অগাস্ট বিধানসভায় সর্বদলীয় বিশেষ বৈঠক ডেকে সেখানে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করানোর চেষ্টা হবে। সেখানে পাশ হলে তা দিল্লিতে যাবে। যদিও নাম পরিবর্তনের পদ্ধতি সহজ নয়। কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে গেলে সংবিধান সংশোধনের দরকার পরে। তবে এবার ফের প্রস্তাব পাঠিয়ে চেষ্টাটা করতে চায় রাজ্য সরকার।